Friday, November 22, 2024
দেশ

মাধ্যাকর্ষণ আবিষ্কার করেছিলেন আইনস্টাইন!‌ বিজ্ঞানের ‛পিণ্ডি’ দিলেন রেলমন্ত্রী

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ক্ষমতায় আসার পর থেকে একের পর এক আলটপকা মন্তব্য করে মুখ পুড়িয়েছেন মোদী সরকারের হেভিওয়েট মন্ত্রীরা। বিজ্ঞান নিয়ে বিজেপির নেতা–মন্ত্রীদের মন্তব্য মাঝেমধ্যেই তাঁদের খবরের শিরোনামে নিয়ে আসে। এমনকী তাতে বাদ যাননি স্বয়ং নরেন্দ্র মোদীও। ‛মেঘের আড়ালে রাডার’-সহ একের পর এক মন্তব্যে ঝড় তুলেছেন তিনি। এবার সেই তালিকায় নতুন সংযোজন রেল ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল।

সম্প্রতি গাড়িশিল্পের বর্তমান অবস্থা নিয়ে বলতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী মন্তব্য করেছিলেন, অ্যাপ ক্যাবে চড়ার প্রবণতা বেড়ে যাওয়ার কারণেই নাকি মন্দা গাড়ির বাজারে। অর্থমন্ত্রীর বক্তব্যের সমর্থনে পীযূষ গোয়েল টেনে আনেন আইনস্টাইনকে। তিনি বলেন, ‛আইনস্টাইনের মাধ্যাকর্ষণ আবিষ্কারে অঙ্ক কোনও কাজে আসেনি। দেশের অর্থনীতি পাঁচ ট্রিলিয়নে ছোঁয়ার স্বপ্ন দেখিয়েছেন মোদী। কিন্তু বর্তমানে জিডিপি-তে যে ধস নেমেছে, তাতে তা কি আদৌ সম্ভব?’

তিনি আরও বলেন, ‛যদি আইনস্টাইন নিছক গড়পড়তা হিসেব-নিকেষের সাহায্য নিতেন, তাহলে পৃথিবীকে কোনও কিছু আবিষ্কার হত বলে মনে হয় না।’ অর্থাৎ রেলমন্ত্রীর মতে, নিউটন নন, মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছেন আইনস্টাইন। গোয়েলের এই মন্তব্যের পরই নেটদুনিয়ায় উঠেছে হাসির রোল। নেটিজেনরা একহাত নিয়েছেন রেলমন্ত্রীকে। এক নেটিজেন আবার লিখেছেন, ‛বিজ্ঞানের ‛পিণ্ডি’ চটকে ছাড়লেন রেলমন্ত্রী।’

Leave a Reply

error: Content is protected !!