Latest Newsদেশফিচার নিউজ

দীর্ঘদিন কাঁচি পড়েনি মোদীর মাথায়! ঘন দাড়ি, পাকানো গোঁফে লুক বদলে গিয়েছে প্রধানমন্ত্রীর

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দীর্ঘ লকডাউনের পর আনলকে তালা খুলেছে সেলুনের। কিন্তু মঙ্গলবার বিকেলে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখে স্পষ্ট বোঝা গেল, দীর্ঘদিন কাঁচি পড়েনি তাঁর মাথায়। দাঁড়ি-গোঁফেও নয়। থুঁতনির নীচের অংশের দাড়ি বেশ ঘন, গোঁফটাও বাড়তে বাড়তে দুপাশে পাকানো আকৃতি নিয়েছে।

মোদীর মতো ফ্যাশন স্টেটমেন্ট এর আগে ভারতের কোনও প্রধানমন্ত্রীরই দেখা যায়নি। সারা বছর তাঁর দাড়ি-গোঁফ থাকে সমান করে ছাঁটা। দেখলেই বোঝা যায়, নিয়ম করে ট্রিম করান প্রধানমন্ত্রী। কিন্তু এদিন বোঝা গেল, সাবধানতা বজায় রাখতে নাপিতকে তাঁর মাথায় বা গালে কাঁচি চালাতে দেননি তিনি।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!