Friday, March 29, 2024
Latest Newsআন্তর্জাতিকফিচার নিউজ

করোনা থেকে মুক্তি পেতে ১৪ মে রোজা রেখে প্রার্থনার আহ্বান পোপ ফ্রান্সিসের

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আগামী বৃহস্পতিবার ধর্মে বিশ্বাসী মানুষদের রোজা ও প্রার্থনায় শামিল হওয়ার জন্য আহ্বান জানালেন খ্রিষ্টান জগতের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। করোনা ভাইরাসের উপর বিজয় লাভ করার জন্য ইশ্বরের কাছে প্রর্থনা করার জন্যই এই ডাক পোপের। বিভিন্ন ধর্মের ধর্মগুরু, হিটম্যন ফ্র্যাটারনিটি কমিটির উচ্চ পর্যায়ের নেতাবৃন্দ আগামী ১৪ মে (বৃহস্পতিবার) ২০ রমযান দিনটিকে বিশ্বজুড়ে প্রার্থনা দিবস হিসাবে পালনের আমন্ত্রণ জানিয়েছেন।

বর্তমানে পবিত্র রমজান মাস চলছে। সেজন্যই সংহিত জানিয়ে পোপ ফ্রান্সিস সবাইকে রোজা রাখার আহ্বান জানান। মিশরের গ্র্যান্ড ইমাম আহমেদ আল তাইয়েব এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। বিশ্ব যাতে করোনা অতিমারি থেকে রক্ষা পায়, সেই জন্যে সর্ব শক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য তিনিও মানুষদের আহ্বান জানান। হিটম্যান ফ্র্যাটারনিটির সদস্য ও পোপের ব্যাক্তিগত সচিব লাহজি গাইদ মনে করছেন এই দিনটি বিশ্বের ইতিহাসে এক স্মরণীয় দিন হিসাবে লেখা থাকবে।

 

Support Free & Independent Journalism

1 Comment

Leave a Reply

error: Content is protected !!