দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : যৌন পেশা অপরাধ নয় বলে মন্তব্য করল বম্বে হাইকোর্টের বিচারপতি পৃথ্বীরাজ কে চহ্বাণ। যৌন ব্যবসার জন্য মহিলাদের পাচার করা রুখতে প্রয়োগ করা হয় অনৈতিক পাচার রোধ আইন। কিন্তু বম্বে হাইকোর্টের বিচারপতি জানিয়েছেন, প্রাপ্তবয়স্ক মহিলার নিজের পেশা বেছে নেওয়ার অধিকার আছে।
Tags:Bombay High Court