দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সিএএ ও এনআরসি বিরোধী আন্দোলনকে বদনাম করতে যেন উঠেপড়ে লেগেছে অমিত শাহ’র দিল্লি পুলিশ। এইবার দিল্লি পুলিশের নয়া অভিযোগ, রাজধানীতে সিএএ ও এনআরসি-এর বিরোধিতা করে যে দাঙ্গার সৃষ্টি হয়েছিল তার পিছনে হাত ছিল পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের।
দিল্লি পুলিশের দাবি, খালিস্তানি সমর্থকদের উস্কানি দিয়েছিল পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই। দিল্লিতে দাঙ্গা বাঁধানোর জন্য খালিস্তানি সমর্থকদের সবরকম সাহায্যও করে আইএসআই। দাঙ্গায় সব থেকে ক্ষতিগ্রস্থ এলাকাগুলিতে খালিস্তানিরা তাণ্ডব করেছিল বলে রিপোর্টে উল্লেখ করেছেন তদন্তকারী অফিসাররা।