Friday, March 29, 2024
দেশফিচার নিউজ

গুজরাত দাঙ্গায় গণধর্ষিতা বিলকিসকে ২ সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ সুপ্রিমকোর্টের

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : গুজরাতে ২০০২ সালের ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গায় গণধর্ষণের শিকার বিলকিস বানু মামলায় শীর্ষ আদালতে মুখ পুড়ল গুজরাত সরকারের। আদালতের পক্ষ থেকে গুজরাত সরকারকে ২ সপ্তাহের মধ্যে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ, চাকরি ও বাড়ি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিলকিস বানুর আবেদনের ভিত্তিতে আজ সুপ্রিমকোর্ট ওই নির্দেশ দেয়।

উল্লেখ্য, গত এপ্রিলে দেওয়া এক রায়ে বিলকিস বানুকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ, একটি সরকারি চাকরি ও বাসস্থানের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছিল আদালত। যদিও গুজরাত সরকার তা কার্যকর করেনি। তা কার্যকর না হওয়ায় এবার নয়া নির্দেশে আদালত ওই আদেশ কার্যকর করার জন্য ২ সপ্তাহ সময় বেধে দিয়েছে। আজ শুনানির সময় প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানতে চান, কেন এখনও ক্ষতিপূরণ দেয়া হয়নি?

Leave a Reply

error: Content is protected !!