দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কাশ্মীরে কোনও বিধিনিষেধ নেই বলে দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি দাবি করেছেন, কাশ্মীরে কোনও বিধিনিষেধ নেই এবং গোটা বিশ্ব জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা অপসারণকে সমর্থন করেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে ৩৭০ ধারা অপসারণের সাহসী পদক্ষেপ গ্রহণের কারণে জম্মু-কাশ্মীর আগামী ৫/৭ বছরের মধ্যে দেশের সর্বাধিক উন্নত অঞ্চল হয়ে উঠবে।
বিরোধীদের সমালোচনা করে অমিত শাহ বলেন, ‘৩৭০ ধারা নিয়ে ভুল ধারণা দূর হওয়া উচিত। নিষেধাজ্ঞা কোথায়? এটি কেবল আপনাদের মনের মধ্যে আছে। কোনও বিধিনিষেধ নেই। কেবল অপপ্রচার করা হচ্ছে।’ কাশ্মীরের ১৯৬ টি থানা এলাকার সর্বত্র কারফিউ তুলে নেয়া হয়েছে। এখন কেবল আটটি থানা এলাকায় ১৪৪ ধারায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ওই ধারা অনুযায়ী পাঁচ বা ততোধিক লোক একত্রে জড়ো হতে পারে না।’