Saturday, July 27, 2024
Latest Newsদেশফিচার নিউজ

মোদীর ‛মন কি বাত’ ভালো লাগছেনা দেশবাসীর! ইউটিউবে ডিসলাইকের বন্যা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: মাঝে মাঝেই রবিবার করে ‘মন কি বাত’ এ বিভিন্ন বিষয়ে বক্তব্য পেশ করে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মন কি বাতে এসেই তিনি করোনা রুখতে লকডাউনের ঘোষণা করেন। এমনকি দেশের মানুষকে আত্মনির্ভরশীল হওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি। লকডাউনে কাজ হারিয়েছেন দেশের লাখ লাখ মানুষ। তীব্র আর্থিক সমস্যায় জর্জরিত লাখ লাখ পরিবার। তাই আর সাধারণ মানুষ মোদীর ‘মন কি বাত’ চাইছেন না! মানুষ এখন কাজ চাইছেন। দুমুঠো দুবেলা খেয়ে বেঁচে থাকতে চাইছেন।

আজ রবিবারও বেলা ১১টায় ‘মন কি বাতে’ আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি আত্মনির্ভশীল হওয়ার পরামর্শ দেন। সেই ভিডিও আপলোড করা হয় ‘ভারতীয় জনতা পার্টি’ -নামক ইউটিউব চ‍্যানেলে। কিন্তু প্রধানমন্ত্রীর সেই ভিডিও তে দেখা যায় ডিসলাইকের বন‍্যা বইছে। এদিন রাত ১০ টা সেই ইউটিউব ভিডিওটিতে লাইক ৫ হাজার ৯শো হলেও ডিসলাইক পড়েছে ৮৫ হাজার।

এখনও পর্যন্ত চলছে ডিসলাইকের বন‍্যা। স‍্যোশাল মিডিয়ায় ইতিমধ্যে সেই খবর নিয়ে হইচই পড়ে গিয়েছে। বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে তবে দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা ঠিক কতটুকু?

 

 

Leave a Reply

error: Content is protected !!