Friday, March 29, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

কেন্দ্র সরকারের রেশনের চাল মোটা, খেলেন না খোদ অমিত শাহ, আনতে হল সরু চাল

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে বাংলায়। ভোটারদের মনজয় করার রাজনীতিতে পশ্চিমবঙ্গ সফরে এসে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের বাড়ি বাড়ি মধ্যাহ্নভোজ সারছেন অমিত শাহ। কিন্তু সেই ভোজে কেন্দ্রীয় সরকারের রেশনের চাল খেলেন না খোদ স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর জন্য দরিদ্র পরিবারকে জোগাড় করতে হ’ল সরু ফাইন চাল। কিনতে হ’ল ৪০ টাকার আলু, ১০০ টাকার পেঁয়াজ।

বাঁকুড়া থেকে মুকুটমণিপুর যাওয়ার পথে প্রত্যন্ত গ্রাম চতুরডিহি। সেখানেই আদিবাসী সম্প্রদায়ের বিভীষণ হাঁসদার বাড়িতে মধ্যাহ্নভোজ সারলেন অমিত শাহ। বাংলায় এসে বাঙালি খাবার না খেলে একুশের নির্বাচনে মিলবে না সমর্থন। আর তাই হাঁটু মুড়ে বসে কলাপাতায় খাবার খেলেন তিনি। অমিত শাহের জন্য দুপুরের খাবার প্রস্তুত করতে রীতিমতো কালঘাম ছুটল দরিদ্র এই আদিবাসী পরিবারের। বিভীষণ হাঁসদার পরিবার রাধলেন ভাত। কিন্তু, কেন্দ্রীয় সরকারের গরিব কল্যাণ যোজনার চাল খেলেন না নরেন্দ্র মোদির সেকেন্ড-ইন-কমান্ড। তাঁর জন্য আনতে হ’ল দামী সরু ফাইন চাল। অমিত শাহ একদিন রেশনের যে মোটা চাল খেতে পারলেন না, সেই চাল তাঁরই সরকার হাজার হাজার দরিদ্র মানুষকে প্রতিমাসে উপকারের নাম করে দিয়ে চলেছে!

ভাতের সঙ্গে অমিত শাহের মেনুতে ছিল, ডাল, আলু পোস্ত, করোলা ভাজা, পোস্তর বড়া আর চাটনি। অতএব বোঝাই যাচ্ছে এই রান্না করতে ওই পরিবারকে ১০০ টাকা কিলোর পেঁয়াজ এবং ৪০ টাকা কিলোর আলু কিনতে হয়েছে।বাঁকুড়ার ঐতিহ্য মেনে মেচা সন্দেশও তুলে দেওয়া হয় স্বরাষ্ট্রমন্ত্রীর পাতে।

এদিকে, বৃহস্পতিবারের পর শুক্রবার দুপুরে বাগুইআটি থানার জগৎপুর শিমুলতলা আদর্শপল্লিতে নবীন বিশ্বাসের বাড়িতে মধ্যাহ্নভোজ করবেন অমিত শাহ। শেষপাতে তাঁকে নলেনগুড়ের পায়েস খাওয়াতে হন্যে হয়ে ঘুরছেন মতুয়া সম্প্রদায়ভুক্ত নবীনবাবু এবং তাঁর পরিবার। নিরামিষ বাঙালি পদ দিয়ে মেনু সাজিয়েছে বিশ্বাস পরিবার। মাটির থালা বাটিতে অমিত শাহকে দেওয়া হবে শুক্তো, ছোলার ডাল, বেগুনভাজা, মুগের ডাল, পনিরের তরকারি আর জলপাইয়ের চাটনি। এখানেও থাকবে বাসমতি চালের ভাত। শেষপাতে থাকবে নলেন গুড়ের পায়েস। কিন্তু, প্রাক শীতের মরসুমে নলেন গুড় অমিল বাজারে। চিন্তায় ঘুম উড়ছে নবীন বিশ্বাসের। শুধু তাই নয়, নিরাপত্তার কথা মাথায় রেখে রাতারাতি কোভিড টেস্ট করানো হয়েছে এই পরিবারের প্রতিটি সদস্যের। সকলেরই রিপোর্ট নেগেটিভ এসেছে।

 

Leave a Reply

error: Content is protected !!