Friday, March 29, 2024
Latest Newsখেলাফিচার নিউজ

ইসলামে সন্ত্রাসবাদের কোনও জায়গা নেই: মেসুট ওজিল

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ইসলাম ধর্মে সন্ত্রাসবাদের কোনও জায়গা নেই বলে মন্তব্য করলেন জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার মেসুট ওজিল। আন্তর্জাতিক সন্ত্রাসবাদের উৎস ইসলাম, কয়েকদিন আগে এই বিতর্কিত মন্তব্য করেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এভাবেই তার জবাবে দিলেন ওজিল।

ফেসবুক পোস্টে ওজিল পবিত্র কুরআনের আয়াত উদ্ধৃত করে লেখেন, ‘যে ব্যক্তি নিরাপরাধ মানুষকে হত্যা করে, সে গোটা মানবজাতিকে হত্যা করল। আর যে তাকে বাঁচাল, সে যেন সব মানুষকে বাঁচাল (আল কুরআন, স‍ূরা মায়েদা, আয়াত-৩২)। আর্সেনালের তারকা ফুটবলার মেসুট ওজিলের এই মন্তব্য প্রশংসিত হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

মেসুট ওজিলকে প্রায় সময় সমাজে পিছিয়েপড়া মানুষ, অত্যাচারিত হওয়া মানুষ ও দুস্থদের পাশে দাঁড়াতে দেখা যায়। সম্প্রতি উত্তর লন্ডনের ১১টি স্কুলে প্রতিদিন ১৪০০ সুবিধাবঞ্চিত শিশুর জন্য একবেলার খাবারের ব্যবস্থা করেছেন জার্মানির বিশ্বকাপজয়ী এই ফুটবলার।

এদিকে উইঘুর মুসলিমদের পক্ষে আওয়াজ তুলে মেসুট ওজিল আর্সেনালের স্কোয়াডে দীর্ঘদিন জায়গা হারালেও, দলের বাইরে থেকেও সমাজকল্যাণমূলক কাজ ঠিকই চালিয়ে যাচ্ছেন। এর আগে ১ লক্ষ গৃহহীন মানুষকে খাবার সরবরাহ করে সবার হৃদয় জিতে নিয়েছিলেন ওজিল।

এছাড়া ১ হাজার দুস্থ শিশুর অস্ত্রোপচারের খরচও বহন করেছিলেন তিনি। এছাড়া রমযান মাসে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার লক্ষ লক্ষ দরিদ্র মানুষের মধ্যে ইফতার বিলি করেছিলেন তুর্কি বংশোদ্ভ‍ূত মেসুট ওজিল।

 

Leave a Reply

error: Content is protected !!