Friday, April 19, 2024
ইতিহাস

১৭ জুন – ইতিহাসে আজকের দিন

প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ১৭ জুন। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল –

  • ১৫৭৬ – হল্যান্ডের স্বাধীনতাকামী আন্দোলনের নেতা উইলিয়াম সিলেন্ডি স্পেনের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করেন
  • ১৬৩১ – শাহজাহান পত্নি মুমতাজের মৃত্যু
  • ১৭৫৬ – নবাব সিরাজউদ্দৌলা ইংরেজ দখল থেকে কলকাতা পুনরুদ্ধারে অভিযান চালান
  • ১৮৩৯ – ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংক মৃত্যুবরণ করেন
  • ১৮৮৫ – নিউইয়র্ক বন্দরে স্ট্যাচু অব লিবার্টি দাঁড় করানো হয়
  • ১৯৪৪ – আইসল্যান্ডের জনগণ ডেনমার্ক থেকে পুরোপুরি স্বাধীনতা লাভ করে এবং প্রতি বছর এই দিনটিকে তারা জাতীয় দিবস হিসাবে পালন করে
  • ১৯৫৫ – বাংলাদেশের পল্টন ময়দানের জনসভায় মওলানা ভাসানী কর্তৃক পাকিস্তানকে আসসালামু আলাইকুম জ্ঞাপন
  • ১৯৭৩ – টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজের জন্ম
  • ১৯৭৯ – কবি বন্দে আলী মিয়ার মৃত্যু
  • ১৯৮১ – অস্টেলিয়ান ক্রিকেটার শেন ওয়াটসনের জন্ম
  • ১৯৮১ – মডেল এবং হিন্দী চলচ্চিত্রের নায়িকা অমৃতা রাওয়ের জন্মদিন

Leave a Reply

error: Content is protected !!