Thursday, April 18, 2024
Latest Newsদেশফিচার নিউজ

অমিত এবং যোগী যেখানেই যাবেন সেখানেই বিজেপি হারবে, কটাক্ষ ওয়েসীর

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: শুক্রবার গ্রেটার হায়দরাবাদ পুরসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হয়। আর তাতে দেখা যায় মুখ থুবড়ে পড়েছে বিজেপি। সেই ফল নিয়ে গেরুয়া শিবিরকে এবার কটাক্ষ করলেন মিম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েসী। তিনি বলেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেখানেই প্রচার করবেন সেখানেই হারবে বিজেপি।

হায়দরাবাদের সাংসদ বলেন, ‘আমরা বিজেপির বিরুদ্ধে গণতান্ত্রিক পথে লড়াই করব। তেলঙ্গনার মানুষও এই রাজ্যে বিজেপির প্রভাব–প্রতিপত্তি বৃদ্ধিতে বাধা দেবে বলে বিশ্বাস করি আমরা। যেখানেই অমিত শাহ ও যোগী আদিত্যনাথ প্রচারের জন্য যাবে সেখানেই হারবে বিজেপি।’

গ্রেটার হায়দরাবাদ পুরসভা নির্বাচনে ১৪৯ টি আসনে প্রার্থী দিয়ে ৪৮ টিতে জয়ী হয়েছে বিজেপি। তাদের আগে একমাত্র তেলঙ্গনা রাষ্ট্র সমিতি (৫৫) রয়েছে। এর জেরে হায়দরাবাদে বিজেপি ঝড় বয়েছে বলে দাবি করছেন অনেকে। যদিও সে কথা মানতে রাজি নন ওয়াইসি। উল্টে তাঁর দাবি, ‘কোথায় ঝড় বইছে? যদি সত্যিই কোনও ঝড় বইত তা হলে বিজেপি মহারাষ্ট্রের এমএলসি নির্বাচনে হারত না। ওরা বলেছিল ওল্ড হায়দরাবাদে সার্জিক্যাল স্ট্রাইক চালাবে। কিন্তু আমার এলাকায় বিজেপি কিছুই করতে পারেনি। আমরা গণতান্ত্রিক স্টাইক করেছি। আগে ৬০ টি আসনে লড়াই করে ৪৪ জন কাউন্সিলার নির্বাচিত করেছিলাম। এবার ৫১ টি আসনে লড়াই করেও তা ধরে রাখতে পেরেছি।’

তবে বিজেপির শক্তিবৃদ্ধি সম্পর্কে তিনি যে কিছুটা চিন্তায় রয়েছেন তাও বোঝা গিয়েছে। এপ্রসঙ্গে তিনি জানান, ওয়াসী জানান, ‘‌মানুষের অনুভূতি সম্পর্কে খুব ভাল ধারণা রয়েছে মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের। আশাকরি নিজের দলের ফলাফল নিয়ে পর্যালোচনা করবেন তিনি।’‌

 

 

Leave a Reply

error: Content is protected !!