দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নামেই হাই সিকিউরিটি জোন! রাজধানী দিল্লির কন্নাট প্লেসের একটি রাস্তার সাইনবোর্ডে থাকা সম্রাট বাবরের নাম কালো কালিতে ঢেকে দিয়েছে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনা। এ বিষয়ে কর্তৃপক্ষ কী ব্যবস্থা নিচ্ছে তা এখনও স্পষ্ট নয়।
এই সড়কের নাম রাখা হয়েছে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহির উদ্দিন মোহাম্মদ বাবরের নামে। হিন্দু সেনার দাবি, বাবর ‛একজন বিদেশি আগ্রাসনকারী’। তাই এই সড়কের নাম বদলে কোনও মহান ভারতীয় ব্যক্তির নামে রাখতে হবে।
এঘটনার দায় ঘাড়ে নিয়ে হিন্দু সেনার সভাপতি বিষ্ণু গুপ্ত বলেছেন, বাবর ‛একজন বিদেশি আগ্রাসনকারী’।সেকারণে আমরা দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলের (এনএমডিসি) রাখা নামফলক মুছে দিয়েছি। এদিকে সোশ্যাল সমালোচনার ঝড় উঠেছে।