Tuesday, October 8, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

ঝাঁটা হাতে রাস্তায় জুনিয়র ডাক্তাররা, এর আগে মদের বিরূদ্ধে ঝাঁটা ধরেছিল ওয়েলফেয়ার পার্টি

দৈনিক সমাচার, কলকাতা: ঝাড়ুহাতে স্বাস্থ্য ভবন অভিযান জুনিয়র ডাক্তারদের ৷ পাঁচদফা দাবিতে জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য ভবনের এই অভিযান বলে জানা গিয়েছে। এদিন তাঁদের সঙ্গে ছিল প্রতীকী মস্তিষ্ক৷ এ দিন হাতে ঝাঁটা নিয়ে স্বাস্থ্য ভবন অভিযানে নামে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা৷ স্লোগান ওঠে দুর্নীতির আঁতুড়ঘর স্বাস্থ্য ভবনকে সাফাই করতে হবে।

আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের বক্তব্য, “সুপ্রিমকোর্টের নির্দেশ অনুযায়ী, রাজ্য সরকার যেকোনও ব্যবস্থা নিতে পারে। তাহলে, রাজ্য সরকার আমাদের দাবিগুলি মেনে নিক। আমরাও কাজে যোগ দিতে চাই৷ তবে, এর জন্য আমাদের পাঁচদফা দাবি মানতে হবে। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়েককে পদত্যাগ করতে হবে৷ সেই কারণেই, আমরা ঝাঁটা হাতে স্বাস্থ্য ভবনে যাচ্ছি।”

ডাক্তারদের এই ঝাঁটা হাতে আন্দোলন শহর কলকাতার মানুষকে মনে করাচ্ছে ওয়েলফেয়ার পার্টির কথা। ২০১৬ সালের জানুয়ারিতে মদের বিরুদ্ধে পথে নেমেছিল রাজনৈতিক দলটি। সেদিন পার্ক সার্কাসের সেভেন পয়েন্ট থেকে মিছিল চলতে শুরু করে। সিআইডি রোড ধরে মৌলালী হয়ে শিয়ালদহ স্টেশনের পথ ধরে কলেজ স্ট্রিট হয়ে মিছিল যেতে থাকে বিপীন বিহারী গাঙ্গুলি স্ট্রিটের দিকে। সেই মিছিলে উপস্থিত হাজার হাজার মহিলার হাতে ছিল ঝাঁটা, মুখে ছিল মদ বিরোধী সরকার গড়ার স্লোগান।

সেসময় বিহারে মদ নিষিদ্ধের পর বাংলাতেও মদ নিষিদ্ধের দাবী তোলে ওয়েলফেয়ার পার্টি। দলটির এই দাবী সমর্থন করেন জেডিইউ পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি অমিতাভ দত্ত। মিছিলে উপস্থিত হয়ে তিনি জানান, “আমি ওয়েলফেয়ার পার্টিকে মদ বিরোধী মিছিলের জন্য কুর্নিশ জানাচ্ছি।” মদের বিরুদ্ধে এত বড় মিছিল শহর সেই প্রথম এবং সেই শেষ। মায়েরা কোলে শিশু নিয়ে, চার বছরের আরমিন খাতুন হাতে পতাকা নিয়ে, চতুর্থ শ্রেণীর, তৃতীয় শ্রেণীর ছোট ছোট সানিয়ারা সেদিন ওয়েলফেয়ার পার্টির মদ বিরোধী মিছিলে হেঁটেছিল।

Leave a Reply

error: Content is protected !!