Thursday, March 28, 2024
Latest Newsআন্তর্জাতিকফিচার নিউজ

বিশ্বের শীর্ষ ৫০ জন চিন্তাবিদের তালিকায় বঙ্গললনা মেরিনা তাবাসসুম

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বাংলাদেশি স্থপিত মেরিনা তাবাসসুম চলতি বছরে বিশ্বের শীর্ষ ৫০ জন চিন্তাবিদের তালিকায় ঠাঁই পেয়েছেন। গত মঙ্গলবার ব্রিটেন-ভিত্তিক ম্যাগাজিন প্রসপেক্ট বিশ্বের শীর্ষ ৫০ চিন্তাবিদের তালিকাটি প্রকাশ করে। ম্যাগাজিনটিতে বলা হয়েছে, প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিল রেখে ভবন নির্মাণ এবং পরিবেশ উদ্ভূত চ্যালেঞ্জগুলো গ্ৰহণ করে নকশা তৈরি করার ক্ষেত্রে মেরিনা দারুন অবদান রেখেছেন। এই অবদানই তাঁকে স্বীকৃতিটি এনে দিয়েছে। মেরিনার নকশা করা স্থানীয় উপকরণের হালকা ওজনের বাড়িগুলো স্টিলের ওপর দাঁড়িয়ে থাকতে সক্ষম এবং জলের মাত্রা বেড়ে গেলে সেগুলো সরানো যায়।

আন্তজার্তিকভাবে এই বিষয়গুলো ভূয়সী প্রশংসা কুড়িয়েছে বলে জানিয়েছে প্রসপেক্ট ম্যাগাজিন। মেরিনা ঢাকার বায়তুর রউফ মসজিদের নকশা করেছেন যা টেরাকোটা ইট দিয়ে নির্মিত। মসজিদের নকশা রীতিমতো সুলতানি আমলের কথা মনে করিয়ে দেয়। এই মসজিদটি নকশা করে তিনি স্থাপত্যে আগা খান পুরষ্কারও পেয়েছেন। আগা খান পুরষ্কারকে স্থাপত্যের দুনিয়ায় অত্যন্ত সন্মানজনক পুরষ্কার হিসেবে বিবেচনা করা হয়। আরেক স্থপতি কাশেফ মাহবুব চৌধুরীর সঙ্গে যুগ্মভাবে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধিনতাস্তম্ভ ও স্বাধীনতা জাদুঘরের নকশা করেছেন মেরিনা। ২০১৫ সাল থেকে নিজস্ব স্থাপত্য প্রতিষ্ঠান মেরিনা তাবাসসুম আর্কিটেক্টস (এমটিএ) পরিচালনা করছেন তিনি।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!