Thursday, March 28, 2024
Latest Newsদেশফিচার নিউজ

কৃষকদের বিরোধিতার জের, সুপ্রিমকোর্টের গড়া কমিটি থেকে সরে দাঁড়ালেন ভুপিন্দর সিং মান

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: মোদী সরকারের আনা নতুন কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলন অব্যাহত। শেষে সুপ্রিমকোর্টের হস্তক্ষেপে যে কমিটি গঠন করা হয় তাতেও প্রবল আপত্তি জানায় কৃষকরা। মঙ্গলবার কৃষি আইনে স্থগিতাদেশ দেওয়ার পাশাপাশি আইনগুলি নিয়ে আলোচনার জন্য চার সদস্যের একটি কমিটি গড়েছে সুপ্রিমকোর্ট। কিন্তু কৃষকদের অভিযোগ, চার জনের ওই কমিটিতে চার জনই কৃষি আইনের পক্ষে। বিরোধিতার জেরে এবার সেই কমিটি থেকে নিজেকে সরিয়েই নিলেন ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা ভুপিন্দর সিং মান।

বৃহস্পতিবার ভারতীয় কিষাণ ইউনিয়নের তরফে এক টুইটে দাবি করা হয়, সংগঠনের সভাপতি ভুপিন্দর সিং মান নিজেকে সুপ্রিম কোর্টের কমিটি থেকে সরিয়ে নিয়েছেন। ভুপিন্দরের নামে একটি সইহীন বিজ্ঞপ্তিও প্রকাশ করে বিকেইউ। যাতে তাঁর তরফে বলা হয়েছে, কৃষকদের স্বার্থে সবরকম পদের মোহ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে চান তিনি। যদিও, মান ব্যক্তিগতভাবে এ বিষয়ে এখনও মুখখোলেননি।

Leave a Reply

error: Content is protected !!