Tuesday, March 19, 2024
Latest Newsদেশফিচার নিউজ

গোবর দিয়ে তৈরি চিপ বিভিন্ন রোগ থেকে রক্ষা কবচের কাজ করবে, অবৈজ্ঞানিক দাবি রাষ্ট্রীয় কামধেনু আয়োগ প্রধানের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: গোবর দিয়ে তৈরি চিপ বিভিন্ন রোগ থেকে রক্ষা কবচের কাজ করবে, বিজেপি নেতাদের মতোই অবৈজ্ঞানিক দাবি করলেন রাষ্ট্রীয় কামধেনু আয়োগ প্রধানের বল্লভভাই কাথিরিয়া। সোমবার এক সাংবাদিক সম্মেলনে কাথিরিয়া বলেন, ‘‌গরুর গোবর সকলকে রক্ষা করে, এটি বিকিরণ-রোধক। এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। গরুর গোবর দিয়ে তৈরি জিনিস বাড়িতে রাখলে তা বিকিরণ থেকে মানুষকে রক্ষা করবে।’‌ এরপর গোবর দিয়ে তৈরি একটি চিপ দেখিয়ে বলা হয়, ‘‌এই বিকিরণ চিপ মোবাইল ফোনে ব্যবহার করলে তা বিকিরণ হ্রাস করতে সহায়তা করবে। এটা ফোনের মধ্যে রাখলে রোগের বিরুদ্ধে এটি রক্ষা কবচের মতো কাজ করবে।’

প্রসঙ্গত, ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে গঠিত রাষ্ট্রীয় কামধেনু আয়োগ কেন্দ্রীয় মৎস্য পশুপালন ও দুগ্ধজাত পণ্য মন্ত্রকের অধীনে। এই দফতরের প্রধান লক্ষ্য হল গরুর সংরক্ষণ, সুরক্ষা ও উন্নয়ন। সম্প্রতি, বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে বলতে শোনা গিয়েছে, তিনি প্রতিদিন গোমুত্র পান করেন।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গরুর গোবর দিয়ে তৈরি এই চিপের নাম ‘‌গোসত্ত্ব কবচ’‌। কাথারিয়া জানিয়েছেন, কেউ যদি নিজেকে বিভিন্ন রোগ থেকে দূরে রাখতে চান তবে তাঁর এই এই চিপ ফোনে ব্যবহার করা দরকার। রিপোর্টে বলা হয়েছে, গোসত্ত্ব কবচ তৈরি করেছে গুজরাতের শ্রীজি গোশালা।

 

 

Leave a Reply

error: Content is protected !!