Tuesday, April 16, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

দৈনিক সমাচার তুলে ধরেছে ভিন রাজ্যে আটকে পড়াদের সমস্যা! টাকা পাঠানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কলকাতা : করোনা ভাইরাস থেকে বাঁচতে দেশজুড়ে চলছে লকডাউন। এই লকডাউনে ভিন রাজ্যে আটকে পড়া পরিবার ও শ্রমিকদের অবস্থার কথা, তাঁদের চারপাশের অবস্থার কথা সম্পাদক সমীপেষুতে তুলে ধরেছি আমরা। সেই সূত্রেই দেশের নানা প্রান্তে আটকে থাকা পাঠকরা লিখে জানাচ্ছেন তাঁদের সমস্যা। তাঁদের কথা সরকার, প্রশাসন, এবং অবশ্যই আমাদের সব পাঠকের সামনে তুলে ধরছি আমরা। দৈনিক সমাচারের সেসব চিঠি ও খবরই বুঝি সুরাহা মিলল। বুধবার সাংবাদিক সম্মেলন করে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেছেন, ‛আমরা ভিন রাজ্যে আটকে থাকা এ রাজ্যের শ্রমিকদের সাহায্য করার চেষ্টা করছি। তাঁদের অল্প কিছু টাকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। যাতে তাঁরা প্রয়োজনীয় খাবার কিনে খেতে পারেন।’ তিনি আরও বলেন, ‛আমাদের কাছে খবর এসেছে চিকিৎসা করাতে গিয়ে অনেকে ভিন রাজ্যে আটকে পড়েছেন। মুম্বইতে কথা বলেছি। দিল্লিতে কথা বলছি। ওই আটকে পড়া পরিবারগুলোকেও আমাদের সরকারে তরফ থেকে কিছু টাকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।’ মুখ্যমন্ত্রীর এহেন ঘোষণায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন ভিন রাজ্যে আটকে পড়া মানুষেরা। যদিও সহায়তা কতটুকু মিলবে তা নিয়ে আশঙ্কা কাটেনি তাঁদের।

 

অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, doiniksamachar@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

Leave a Reply

error: Content is protected !!