Friday, April 19, 2024
Latest Newsদেশফিচার নিউজ

কৃষি আইনে কী ভুল আছে তা কৃষকরা নিজেরাই জানে না, মন্তব্য কৃষকের অভিনয় করা হেমার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কৃষি আইনে কী ভুল আছে তা কৃষকরা নিজেরাই জানে না, এমনটাই মন্তব্য কৃষক সেজে ধান কাটতে ভিনেত্রী এবং মথুরার বিজেপি সাংসদ মালিনীর। হেমা বলেন, কৃষকরা কী চায় তা নিজেরাও জানে না। কৃষি আইনে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের সিদ্ধান্তকে স্বাগত জানানোর পাশাপাশি পঞ্জাবে মোবাইল ফোন টাওয়ারে ভাঙচুরের কড়া নিন্দা করেছেন তিনি।

‘হেমা বলছেন, ‘স্থগিতাদেশ দেওয়া ভালই হয়েছে। আশাকরি এতে পরিস্থিতি খানিক শান্ত হবে। এত আলোচনার পরেও সমঝোতায় আসতে চাইছে না কৃষকরা। ওরা কী চায় আর আইনে কী ভুল আছে তা নিজেরাই জানে না। এর মানে ওদের কেউ বলছে বলেই ওরা প্রতিবাদ করছে।’

ভাঙচুর নিয়ে সাংসদের বক্তব্য, ‘পঞ্জাবে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষকদের টাওয়ার ভাঙচুর করতে দেখতে মোটেই ভাল লাগেনি। সরকার ওদের আলোচনার জন্য এতবার আহ্বান জানিয়েছে, কিন্তু ওদের তো কথা বলার কোনও ইস্যুই নেই।’ কৃষকদের নিয়ে হেমা মালিনীর এই মন্তব্যের কী প্রতিক্রিয়া হয়, এখন সেটাই দেখার।

 

Leave a Reply

error: Content is protected !!