দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আশা ছাড়েনি ইসরো। ভরসা রেখেছিলেন ইসরো কর্তা কে শিবন। গত ২৪ ঘণ্টায় মনিটরে চোখ রেখে বসেছিলেন মহাকাশবিজ্ঞানীরা। সম্ভাবনা ছিল বার্তা পাঠাতে পারে অরবিটার। সেই অরবিটারের ক্যামেরায় ধরা পড়ল ল্যান্ডার বিক্রমের ছবি।
চাঁদের ঠিক কোন জায়গায় বিক্রমের খোঁজ পাওয়া গিয়েছে তা এখনও ইসরোর তরফে জানা যায়নি। খুব শীঘ্রই সে বিষয়ে জানানো হবে বলে জানিয়েছে ভারতের মহাকাশ গবেষণাকেন্দ্র। ইসরো জানিয়েছে, অক্ষত অবস্থায় রয়েছে ল্যান্ডার বিক্রম। যদিও এখনও বিক্রমের সঙ্গে যোগাযোগ করা কোনও ভাবে সম্ভব হয়নি। তবে চেষ্টা চলছে।