Saturday, April 20, 2024
Latest Newsদেশফিচার নিউজ

শিশুদের পড়াশোনায় ব‍্যাপক ক্ষতি, দেশজুড়ে সমস্ত প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার আহ্বান আইসিএমআরের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: করোনা সংক্রমণের কথা মাথায় রেখেও প্রাথমিক স্কুলগুলি চালু করার পক্ষপাতী ‘ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ’ (আইসিএমআর)। মঙ্গলবার রাষ্ট্রায়ত্ত চিকিৎসা গবেষণা সংস্থাটির তরফে জানানো হয়েছে, শিশুরা ভাল ভাবে ভাইরাসের সংক্রমণ মোকাবিলা করতে পারে। তাদের দেহে ভাইরাস প্রতিরোধ ক্ষমতা বেশি। তাই এই পরিস্থিতিতে প্রাথমিক স্কুলগুলি খুলে দেওয়ার কথা ভাবা যেতে পারে।

তৃতীয় ঢেউ আছড়ে পড়ার শঙ্কার কথা জানিয়েছেন বিশেষজ্ঞেরা। তবে পরিসংখ্যান বলছে দেশে করোনাভাইরাস সংক্রমণের হার নিম্নমুখী। মঙ্গলবার তা নেমে এসেছে ৩০ হাজারের ঘরে। ১২৫ দিন পর দৈনিক আক্রান্তের সংখ্যা ফের এতটা কমেছে।

সরকারি সংস্থাটির তরফে বলা হয়েছে, পরীক্ষায় দেখা গিয়েছে দেশের ৬৭.৬ শতাংশের দেহে করোনাভাইরাস প্রতিরোধী অ্যান্টিবডির সন্ধান মিলেছে। কোভিড সংক্রমণের ঝুঁকি রয়েছে প্রায় ৪০ কোটি মানুষের। তবে করোনার তৃতীয় ঢেউয়ে বয়স্কদের পাশাপাশি শিশুরাও সংক্রমণের শিকার হতে পারে বলে ইতিমধ্যেই পূর্বাভাস দিয়েছে আইসিএমআর। ফলে এখনই স্কুল খোলা উচিত হবে কি না, তা নিয়ে চিকিৎসা বিজ্ঞানীদের একাংশের মনে।

Leave a Reply

error: Content is protected !!