Sunday, March 3, 2024
Latest Newsদেশফিচার নিউজ

‘‌গণতন্ত্রকে হত্যা করে’‌ বিল পাস করিয়েছে সরকার, কৃষি বিল নিয়ে অভিযোগ বিরোধীদের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: লোকসভার পর রবিবার দুপুরে রাজ্যসভায় পাস হয়ে গেল বিতর্কিত তিনটির মধ্যে দুটি কৃষি বিল। বিরোধীদের তুমুল বিরোধিতার পরেও এই বিল পাশ হয়ে যায়। এবার রাষ্ট্রপতির স্বাক্ষরের পর তা শুধু আইন হওয়ার অপেক্ষা। কিন্তু বিরোধীরা দাবি করেছে, ‘‌গণতন্ত্রকে হত্যা করে’‌ বিল পাস করিয়েছে সরকার।

এদিন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশের সামনে গিয়ে তৃণমূল সাংসদ ডেরেক ও’‌ব্রায়েন তাঁকে সদনের রুল বুক দেখাতে যান। তাঁদের শান্ত হতে বলে এবং নিজের আসনে ফিরে যেতে অনুরোধ করেন ডেপুটি চেয়ারম্যান। ডেরেক রুল বুক ছিঁড়ে ফেলেন।

 

Leave a Reply

error: Content is protected !!