Saturday, July 27, 2024
রাজ্য

বামপন্থীরা পশ্চিমবঙ্গের একটি মানুষকেও কাঁটাতারের ওপারে যেতে দেবে না : সেলিম

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : এনআরসি ইস্যুতে মোদী সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন সিপিএম-এর পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম। নদিয়া জেলার বাদকুল্লায় দলীয় এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এনআরসি নিয়ে মুখ খোলেন তিনি। সেলিম মন্তব্য করেন, বামপন্থীরা পশ্চিমবঙ্গের একটি মানুষকেও কাঁটাতারের ওপারে যেতে দেবে না। শেষবিন্দু পর্যন্ত আমরা লড়াই করব।’

এনআরসি ইস্যুতে বিজেপির হুমকির কথা উল্লেখ করে মহম্মদ সেলিম বলেন, ‘ওরা বলছে বাংলা থেকে নাকি দু’কোটি মানুষকে তাড়িয়ে দেবে। আমরা বলছি, বামপন্থিরা জীবন থাকতে একজনকেও কাঁটাতারের ওপারে যেতে দেবে না।’ তিনি আরও বলেন, ‘কাউকে কাঁটাতারের ওপারে পাঠানো চলবে না। এই দেশটা অমিত শাহ বা মোদীর বাপের না। এদেশটা আমাদের সকলের।’

সেলিম বলেন, প্রথমে প্রকাশিত এনআরসি তালিকা থেকে ৪১ লাখ মানুষের নাম বাদ দেওয়া হয়েছিল। এইবার ১৯ লাখ মানুষের নাম তালিকার বাইরে রয়েছে। তাহলে যে ২২ লাখ মানুষ এতদিন হয়রানির শিকার হলেন, তাঁদের কাছে কি মোদী সরকার ক্ষমা চেয়েছে? তালিকার বাইরে থাকা মানুষকে ডিটেনশন ক্যাম্পে রাখার কথা উল্লেখ করে তিনি বলেন, কোনও একটি পরিবারের বাবা, মা ও ছেলে রয়েছে। তাদের তিনজনকে তিনটে ক্যাম্পে পাঠানোর নির্দেশ দেওয়া হচ্ছে। এটা খুব অদ্ভুত ব্যাপার!

Leave a Reply

error: Content is protected !!