Tuesday, March 19, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

নন্দীগ্রামে দাঁড়াচ্ছেন মমতা, সাংবাদিকের প্রশ্নে মেজাজ হারালেন শুভেন্দু, তবে কি তিনি ভয় পেয়েছেন?

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে প্রার্থী হিসেবে নিজেই দাঁড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এব্যাপারে আপনি কি বললেন? সাংবাদিকের কাছ থেকে এমনটাই প্রশ্ন শুনে মেজাজ হারালেন বিজেপি নেতা শুভেন্দু আধিকারী। শুধু মেজাজ হারানোই নয়, নমস্কার করে শুভেন্দুর মন্তব্য সরি! হঠাত তাঁর এই মন্তব্যে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। তাহলে কি ভয় পেয়েছেন শুভেন্দু? মুখ্যমন্ত্রীর এহেন ঘোষণার পরেই সৌগত রায় চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছেন, সাহস থাকে তো ওই নন্দীগ্রামেই দাঁড়িয়ে দেখাক এবার শুভেন্দু।

দীর্ঘদিন পর আজ সোমবার নন্দীগ্রামে পা রাখেন তৃণমূল সুপ্রিমো। এদিনের বক্তব্যের শুরু থেকেই তিনি যে নন্দীগ্রামের কাছের মানুষ তা বোঝাতে শুরু করেন নেত্রী। তিনি বলেন, কীভাবে ভুলব নন্দীগ্রামকে। আন্দোলনকে কি ভোলা যায়। এরপরেই নন্দীগ্রামের সঙ্গে তাঁর আত্মার টান বোঝাতে আগামী বিধানসভা নির্বাচনে ওই বিধানসভা কেন্দ্রে নিজেকেই প্রার্থী হিসাবে ঘোষণা করেন নেত্রী মমতা।

তিনি হঠাৎই বলেন, ‘আমি নন্দীগ্রামে দাঁড়ালে কেমন হয়? ভাবছিলাম৷ একটু ইচ্ছে হল৷ আমি হয়তো ইলেকশনের সময় টাইম দিতে পারব না৷ কারণ আমাকে ২৯৪টা আসনে লড়তে হবে৷ আপনারা কাজটা করবেন, বাকি কাজটা পরে করে দেব৷ এমন দল কোথাও দেখেছেন ভালবাসার টানে নিজের আবগকে আমি ধরে রাখতে পারবনা৷’

এর পরেই মমতা নিশ্চিত করে মমতা আরও বলেন, ‘নন্দীগ্রাম থেকে আমি দাঁড়াব৷ আপনাদের আমি বলে গেলাম৷ কার্যত হঠাত করেই তাঁর এই ঘোষণা সবাইকে অবাক করে দেয়। রাজনৈতিকমহলের মতে, শুভেন্দুকে কার্যত চাপে ফেলতেই মুখ্যমন্ত্রীর এহেন ঘোষনা।

এরপরেই কলকাতায় মুখ্যমন্ত্রীর এহেন ঘোষণার বিষয়ে প্রশ্ন করা হয় শুভেন্দু অধিকারীকে। জানতে চাওয়া হয় তাঁর প্রতিক্রিয়া। সাংবাদিকের এহেন প্রশ্ন শুনেই কার্যত কিছুটা মেজাজ হারান নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক। সাংবাদিককে নমস্কার করে জাস্ট বলে দেন, সরি! হঠাত এমন প্রশ্নে মেজাজ হারানো নিয়ে তৃণমূলের কটাক্ষ, মুখ্যমন্ত্রীর এহেন ঘোষণাতে ভয় পেয়েছেন শুভেন্দু।

 

 

Leave a Reply

error: Content is protected !!