Tuesday, March 19, 2024
Latest Newsদেশফিচার নিউজ

করোনার ভয়ে ২০২০তে প্রথমবার কোনও বিদেশ সফর হল না প্রধানমন্ত্রী মোদীর

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই নরেন্দ্র মোদী তাঁর বিদেশ সফর নিয়ে বেশ চর্চায় রয়েছেন। তাঁর বিদেশ সফর করাকে কেন্দ্র করে বিরোধীদের কটাক্ষে সবসময়ই ছিলেন তিনি। মোদীর বিদেশ সফরে সরকারি কোষাগার থেকে কত খরচ হয়েছে তা জানতে বহু আরটিআইও করা হয়। তবে ২০২০ সাল একটু অন্যরকম গিয়েছে নরেন্দ্র মোদীর কাছে। ‌এই প্রথমবার করোনা ভাইরাস মহামারির দোহাই দিয়ে গত বছর নরেন্দ্র মোদী একটিও বিদেশ সফর করেননি। তাঁর প্রথম ক্ষমতায় আসা ২০১৪ সাল থেকে যেখানে মোদী ক্রমাগত বিদেশ সফর করে গিয়েছেন।

প্রধানমন্ত্রীর দপ্তরের ওয়েবসাইট থেকে জানা গিয়েছে যে ২০২০ সালের ২২ নভেম্বর পর্যন্ত নরেন্দ্র মোদী একবারের জন্য বিদেশ সফরে যাননি এবং বছর শেষ হওয়া পর্যন্ত তাঁর বিদেশ সফরের কোনও সম্ভাবনা নেই। ২০১৯ সালের নভেম্বরে নরেন্দ্র মোদী শেষবারের মতো ব্রাজিলে গিয়েছিলেন। ২০২০ সালে যদিও মোদী দেশের বিভিন্ন রাজ্যে গিয়েছেন, যার মধ্যে বিধানসভা নির্বাচনের প্রচারের জন্য বিহারে চারবার এবং উত্তরপ্রদেশের অযোধ্যায় একবার রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপনের কারণে। তবে কোভিড–পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীর বহু বিদেশ সফর রয়েছে বলেই এই তথ্যটি সামনে নিয়ে আসা হয়েছে।

পিএমও–এর তথ্য অনুযায়ী, ২০১৪ সালের ১৫ জুন থেকে ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত মোদী ৯৬টি দেশ সফর করেছেন। ২০১৪ সালে মোদী আটটি দেশে গিয়েছে, এরপর ২০১৫ সালে ২৩টি, ২০১৬ সালে ১৭টি দেশ এবং পরের তিনবছরে যতাক্রমে ১৪, ২০ ও ১৪টি দেশ সফর করেছেন। মোদীর বিদেশ সফরে খরচ হয়েছে ৫১৭.৮২ কোটি টাকা। এর মধ্যে পাঁচবার আমেরিকা, রাশিয়া এবং চিন সফর করেছেন। আর বেশ কয়েকবার সিঙ্গাপুর, জার্মানি, ফ্রান্স, শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরশাহী সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী।

পিএমওর পক্ষ থেকে বলা হয়েছে, এই দেশগুলিতে সফরের ফলে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত হয়েছে, আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুগুলির আলোচনার মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া বেড়েছে। বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা, বৈদেশিক লগ্নির ক্ষেত্রে এই দেশগুলির সঙ্গে সম্পর্কের উন্নতি হয়েছে।

 

 

Leave a Reply

error: Content is protected !!