Saturday, April 20, 2024
Latest Newsদেশফিচার নিউজ

হিন্দু মৌলবাদের প্রার্থনা শুনলেন না দেবতাগণ! হেরে গেলেন ট্রাম্প

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: না, হিন্দু সেনার প্রার্থনা শুনলেন না দেবতাগণ। মার্কিন প্রেসিডেন্ট পদের দৌড়ে ক্রমে এগিয়ে চলেছেন জো বাইডেন। শেষ পাওয়া খবর অনুযায়ী বাইডেন ২৬৪ এবং ট্রাম্প ২১৪।

ইতিমধ্যে মার্কিন মুলুকের ভাবি রাষ্ট্রপতি বাইডেন সাংবাদিক সম্মেলনে বলেন, ‛আমি দাবি করছি না যে জিতে গিয়েছি। তবে এটা বলতে পারি যে, ফলাফল প্রকাশের পর দেখা যাবে আমি জিতেছি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমি ডেমোক্র্যাটিকের হয়ে প্রচারে অংশগ্রহণ করেছি। কিন্তু রাষ্ট্রপতি হওয়ার পর গোটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কাজ করব। যাঁরা আমায় ভোট দেননি, তাঁদের জন্যও কাজ করব।’

এদিকে এত কষ্ট, পুজো, মন্ত্র করার পরও কেন ভগবান হিন্দু সেনার কথা শুনলেন না, তা-নিয়ে এবার প্রশ্ন উঠতে শুরু করেছে। নির্বাচনের ঠিক আগের মুহূর্তে ট্রাম্পের জয় কামনা করে মন্দিরে পুজো দেয় হিন্দু সেনা। এই পুজো প্রসঙ্গে তাঁদের বক্তব্য ছিল, ডোনাল্ড ট্রাম্প মুসলিম মৌলবাদ বিরোধী। তিনি জয়ী হ’লে পাকিস্তান, চিনের মতো রাষ্ট্রগুলো ভারতের সঙ্গে সহজে সংঘাতে জড়াতে পারবে না। নির্বাচনের দিন সকালে দিল্লির একটি মন্দিরে হিন্দু সেনার দল টানা ৩০ মিনিট ধরে দেবতার পুজো করেন। চলে বিশেষ মন্ত্র পাঠ। ভগবানের কাছে তাঁদের দাবি ছিল, ট্রাম্পকে জেতাতেই হবে, পুনরায় তাঁকে মার্কিন মুলুকের রাষ্ট্রপতি বানাতে হবে! কিন্তু, ফলাফল যখন বেরোতে শুরু করল, তখন হিন্দু সেনার সদস্যরা অবাক দৃষ্টিতে দেখলেন, তাঁদের দেবতারাই কথা শুনলেন না।

এদিকে, পরিস্থিতি হাতের বাইরে যেতে দেখে ট্রাম্প অবশেষে টুক করে বললেন, ‛গণনা বন্ধ হোক।’ কথায় আছে, নাচতে না-পারলে উঠোন বাঁকা। ট্রাম্পের ক্ষেত্রেও যে কথাটা ১০০ শতাংশ মিলে গেল, তা আর বলার অপেক্ষা রাখে না।

 

Leave a Reply

error: Content is protected !!