Sunday, September 8, 2024
দেশ

কাশ্মীরে গণতন্ত্র নেই, মানুষ ভয় ও হতাশার মধ্যে আছে : গুলাম নবী

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : জম্মু-কাশ্মীরে গণতন্ত্র নেই বলে মন্তব্য করেছেন রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবী আজাদ। তিনি বলেছেন, জম্মু-কাশ্মীরে গণতন্ত্র নেই। মানুষজন ভয় ও হতাশার মধ্যে রয়েছেন। ছয় দিনের কাশ্মীর সফর শেষে সেখানকার পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন কংগ্রেসের এই প্রবীণ নেতা।

তিনি বলেন, ‛প্রশাসনের এত সন্ত্রাস আমি বিশ্বের কোথাও দেখিনি। সেখানে গণতন্ত্র বলে কিছু নেই। জম্মু ও কাশ্মীরে আইন পরিবর্তনের সাথে সাথে গণতন্ত্রও শেষ হয়েছে। লোকেরা কথা বলতে ভয় পাচ্ছে! সেখানে বাকস্বাধীনতা নেই, মত প্রকাশের স্বাধীনতা নেই, আন্দোলনের স্বাধীনতা নেই।’

আজাদ বলেন, বিজেপির ১০০/২০০ সমর্থক ছাড়া কেউই ৩৭০ ধারা অপসারণে খুশি নন। এই ধারা বাতিলের ফলে ছোট দোকানদার, ট্রান্সপোর্টার বা বাসওয়ালা, এদের মধ্যে এতটাই হতাশা যে কিছু লোক বলছে যে তাঁরা আত্মহত্যা করার অবস্থায় পৌঁছেছে! সাধারণত কেউ যদি বিদ্যুৎ, জলের কথাও বলে, তাহলে তাঁকে বলা হচ্ছে ভারতের কোন কারাগারে যাবে?

Leave a Reply

error: Content is protected !!