দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ফের বিতর্কিত মন্তব্য করে শিরোনামে উঠে এলেন উত্তরপ্রদেশ শিয়া ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজভি। বাবরি মসজিদ পক্ষকারকে কটাক্ষ করে তিনি বলেন, বাবরি মসজিদ নিয়ে যারা মাতামাতি করছে, তাঁরা পাকিস্তানের থেকে টাকা খেয়েই রাম জন্মভূমিতে বাবরি মসজিদ বানানোর জন্য উঠেপড়ে লেগেছে।
রিজভি বলেন, ‘ভগবান রামের মন্দির অযোধ্যাতেই হবে। এরপর আমি অযোধ্যা তখনই আসব যখন এখানে ভগবান রামের ভব্য মন্দির হয়ে যাবে।” এর আগে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং ওনার পরিবারকে মুসলিম পরিবার বলে শিরোনামে এসেছিলেন এই শিয়া নেতা।