Latest Newsদেশফিচার নিউজ

গাছের পাতায়, আংটিতে কাবা! ক্ষুদ্রতম ছবি এঁকে নতুন রেকর্ড কাশ্মীরি যুবকের

শ্রীনগর, ০৬ অক্টোবর: গাছের পাতায় এবং আংটির উপর কাবা এঁকে নতুন রেকর্ড গড়লেন কাশ্মীরের এক যুবক। ২৬ বছরের ওই যুবকের নাম মুদাসির রহমান দার। তিনি কাশ্মীরের কুলগাম জেলার কুলপোরা গ্রামের বাসিন্দা।

কাবার ছবি এঁকে এশিয়া এবং ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলেছেন মুদাসির। তিনিই কাশ্মীরের প্রথম শিল্পী যিনি এই দুই রেকর্ড গ়ড়তে সমর্থ হলেন। যদিও শিল্পী হওয়ার প্রচলিত শিক্ষার সুযোগ পাননি মুসাদির। কিন্তু আঁকার প্রতি তাঁর ভালবাসা এবং আগ্রহ ছিল ছোট থেকেই।

আংটির উপর কাবার ছবি।

এ নিয়ে মুসাদির এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘আমার আঁকার নিজস্ব ধরন রয়েছে। আমি আশপাশে যা খুঁজে পাই তা একেবারেই প্রাকৃতিক।’’ নেটমাধ্যমের সাহায্যে নিজের শিল্পকলা তিনি সকলের সামনে তুলে ধরতে পেরেছেন বলেও জানিয়েছেন।

 

Leave a Reply

error: Content is protected !!