Friday, March 29, 2024
Latest Newsদেশফিচার নিউজ

মহাত্মা গান্ধীর জন্মদিনে ট্যুইটারে ট্রেন্ড করল ‘নাথুরাম গডসে জিন্দাবাদ’, নীরব মোদী সরকার

নয়াদিল্লি, ০৩ অক্টোবর: মহাত্মা গান্ধীর জন্মদিবসে ট্যুইটারে রাজনৈতিক আলোচনায় সব থেকে চর্চিত বিষয় হয়ে উঠল ‘নাথুরাম গডসে জিন্দাবাদ’। গান্ধীর জন্মদিনে এত বেশি মানুষ তাঁর হত্যাকারী নাথুরাম গডসের জয়ধ্বনি দিলেন যে ট্যুইটারে ‘নাথুরাম গডসে জিন্দাবাদ’ ট্রেন্ড করল।

এদিকে গান্ধী জয়ন্তীর সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গান্ধী স্মৃতি, রাজঘাটে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন। ট্যুইট করেছিলেন, “পূজনীয় বাপুর জীবন ও আদর্শ দেশের সব প্রজন্মকে কর্তব্যের পথে চলতে অনুপ্রাণিত করবে।’’ অথচ ট্যুইটারে দেশদ্রোহী গডসের পক্ষে যাঁরা আওয়াজ তুললেন, তাঁদের বিরুদ্ধে নীরব মোদী সরকার।

কারা জয়ধ্বনি তুললেন গডসের নামে? দেখা গেল, তাঁদের অনেকেই উত্তরপ্রদেশ-সহ অন্যান্য রাজ্যের বিজেপির আইটি সেলের সদস্য বলে নিজের পরিচয় দিয়েছেন। কেউ আবার নিজেকে সঙ্ঘ পরিবারের ছাত্র সংগঠন এবিভিপি-র সদস্য বলেও জানিয়েছেন। অখিল ভারত হিন্দু মহাসভা-র মতো সংগঠনও নাথুরামের জয়ধ্বনি তুলেছে।

নাথুরাম গডসের প্রতি বিজেপি, আরএসএস ও বিভিন্ন কট্টরপন্থী হিন্দু সংগঠনের মনোভাব নিয়ে আগেও প্রশ্ন উঠেছে। কংগ্রেসের অভিযোগ, বিজেপি বা আরএসএস গডসের জয়ধ্বনি দিয়ে নিজেদের বিজেপি, সঙ্ঘ পরিবারের লোক বলে পরিচয় দেওয়া ব্যক্তিদের নিন্দা করেনি।

Leave a Reply

error: Content is protected !!