Saturday, April 20, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

“বিপর্যস্ত অর্থনীতি, বিপন্ন সংবিধান” – রুখে দাঁড়াতে ‛ইনকিলাবের ডাক’ দিল ডব্লিউপিআই

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কলকাতা : করোনা অতিমারী ও বিপর্যস্ত অর্থনীতিতে বিধ্বস্ত আমজনতা। মুক্তির পথ ও মত নিয়ে বিকল্প রাজনৈতিক সমাধানে বিষয়ভিত্তিক রাজ্যব্যাপী প্রচার অভিযান চালানোর পরিকল্পনা নিয়েছে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া (ডব্লিউপিআই) পশ্চিমবঙ্গ রাজ্য শাখা। আগামী ১ থেকে ৮ সেপ্টেম্বর প্রতিদিন বিশিষ্ট আলোচকদের উপস্থিতিতে পার্টির রাজ্য ফেসবুক পেজ থেকে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা ও টক-শো সম্প্রচারিত হবে। পাশাপাশি ব্লক সহ লোকালস্তরে আলোচনা সভা, চা-চক্র, পথসভা সহ একাধিক কর্মসূচী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দলটি।

রবিবার ওয়েলফেয়ার পার্টির রাজ্য অফিসে একটি প্রেস কনফারেন্স করে জানানো হয়, দেশ তথা রাজ্যে সংবিধান বিপন্ন হয়ে পড়েছে। পাশাপাশি অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত হয়ে পড়ার কারণে আমজনতা বিধ্বস্ত হয়ে পড়েছে। এহেন পরিস্থিতিতে বিকল্প রাজনৈতিক সমাধানে এই প্রচারাভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে দল। এদিনের প্রেস কনফারেন্সে প্রচারাভিযানের খুঁটিনাটি তুলে ধরেন পার্টির রাজ্য সাধারণ সম্পাদক সারওয়ার হাসান। এদিন অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন পার্টির রাজ্য সভানেত্রী শাহজাদি পারভীন, রাজ্য ক্যাম্পেইন কনভেনর আবু তাহের আনসারী, রাজ্য সম্পাদক মন্ডলির সদস্য মামুন আকতার হোসেন প্রমুখ।

 

 

Leave a Reply

error: Content is protected !!